"ভাঙা হৃদয়"
"ভাঙা হৃদয়" """""""""""" আজ কোনো নালিশ নেই নেই আর কোনো অভিযোগ, ভালোবাসা মানেই হলো এক বিরাট বড়ো দুর্যোগ। কিসের এত ঔদ্ধত্য তোমার, কিসের এত দর্প,, বুঝলে না গো বুঝলে না ভালোবাসার মর্ম!! দৌরাত্যের এই দুনিয়ায় সত্য প্রেম আজ বড়ই ফিকে, ঔচিত্যের এই লড়াইয়ে আমি থাকলাম না আর টিকে... সোহাগের মায়া এখনই দেবো বিসর্জন ভাঙা হৃদয়ও আজ থেকে হবে মনোরম।। লেখক-পাগল ছেলে(অমীয়)
ReplyDeleteVery Nice Post. Thanks