"প্রপোজাল"
"প্রপোজাল"
""""""""""""""""""""""""""
তোমার চোখের পাতায় দেখি
কতসব স্বপ্ন,
তোমার মুখের ওই কিরণ
রাখবো করে যত্ন।
কতসব স্বপ্ন,
তোমার মুখের ওই কিরণ
রাখবো করে যত্ন।
তোমার হাসিতে লেগে থাকা
আনন্দটি আমি হতে চাই,
তোমার কল্পনায় মত্ত হয়ে
নিজেকেই যেন খুঁজে পাই।
আনন্দটি আমি হতে চাই,
তোমার কল্পনায় মত্ত হয়ে
নিজেকেই যেন খুঁজে পাই।
তোমার হাত দুটি ধরে
হাঁটতে চাই আমি অনেকটা পথ,
তোমার দেওয়া কথাগুলির
কখনই করবো না দ্বিমত।
হাঁটতে চাই আমি অনেকটা পথ,
তোমার দেওয়া কথাগুলির
কখনই করবো না দ্বিমত।
দূর থেকেও ভালোবাসা যায়
যদি তুমি বাসতে জানো,
হাজার ভিড়েও তোমায় আমি
ছেড়ে যাবো না কখনো।
যদি তুমি বাসতে জানো,
হাজার ভিড়েও তোমায় আমি
ছেড়ে যাবো না কখনো।
তোমার গান শুনেই আসুক ঘুম
আমার এই চোখে,
আজ সাহস করেই বলতে চাই
ভালোবাসি তোমাকে।
আমার এই চোখে,
আজ সাহস করেই বলতে চাই
ভালোবাসি তোমাকে।
ভালোবাসি ভালোবাসি বলছি
আজ সবার মাঝে,
তোমায় নিয়ে থাকবো আমি
সকাল থেকে সন্ধ্যেসাঁঝে।
আজ সবার মাঝে,
তোমায় নিয়ে থাকবো আমি
সকাল থেকে সন্ধ্যেসাঁঝে।
তোমার উত্তরের অপেক্ষায়
রইলাম আমি বসে,
আমি কোনো ভুল করিনি
তোমায় ভালবেসে....
রইলাম আমি বসে,
আমি কোনো ভুল করিনি
তোমায় ভালবেসে....
লেখক-পাগল ছেলে(অমীয়)
Comments
Post a Comment