Posts

ভ্যালেন্টাইনস ডে স্পেশাল

Image

প্রকৃতি প্রেম

Image

প্রেমের কবিতা

Image

প্রেমের কবিতা

Image

"তুমি একবার বললে"

Image
"তুমি একবার বললে" """"""""""""""""""""""''''''''''''''''''''' তুমি একবার বললেই তারা খসাতাম তোমার জানলার ধারে, তুমি একবার বললেই বৃষ্টি নামাতাম ওই পুকুর পাড়ে। তুমি একবার বললেই আঁধার সরিয়ে করতাম আমি ভোর, তুমি একবার বললেই ভালোবাসা আমার হত আজ অমর। তুমি একবার বললেই সরিয়ে দিতাম আকাশের যত মেঘ, তুমি একবার বললেই ভুলতাম আমি মিথ্যা সব আবেগ। তুমি একবার বললেই গাছ হতাম আমি দিতাম তোমায় ছায়া, তুমি একবার বললেই ভুলে যেতাম সোহাগের সব মায়া। তুমি একবার বললেই লড়তাম আমি দেখতাম না আর পিছে, তুমি একবার বললেই ছুটে যেতাম তোমার অনেক কাছে। তুমি একবার বললেই জাপটে ধরতাম ছাড়তাম না কখনো আর, তুমি একবার বললেই দিতাম আমি ভালোবাসার উপহার।                     লেখক-পাগল ছেলে(অমীয়)

"প্রপোজাল"

Image
"প্রপোজাল" """""""""""""""""""""""""" তোমার চোখের পাতায় দেখি কতসব স্বপ্ন, তোমার মুখের ওই কিরণ রাখবো করে যত্ন। তোমার হাসিতে লেগে থাকা আনন্দটি আমি হতে চাই, তোমার কল্পনায় মত্ত হয়ে নিজেকেই যেন খুঁজে পাই। তোমার হাত দুটি ধরে হাঁটতে চাই আমি অনেকটা পথ, তোমার দেওয়া কথাগুলির কখনই করবো না দ্বিমত। দূর থেকেও ভালোবাসা যায় যদি তুমি বাসতে জানো, হাজার ভিড়েও তোমায় আমি ছেড়ে যাবো না কখনো। তোমার গান শুনেই আসুক ঘুম আমার এই চোখে, আজ সাহস করেই বলতে চাই ভালোবাসি তোমাকে। ভালোবাসি ভালোবাসি বলছি আজ সবার মাঝে, তোমায় নিয়ে থাকবো আমি সকাল থেকে সন্ধ্যেসাঁঝে। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম আমি বসে, আমি কোনো ভুল করিনি তোমায় ভালবেসে....                       লেখক-পাগল ছেলে(অমীয়)