"তুমি একবার বললে"
"তুমি একবার বললে"
""""""""""""""""""""""'''''''''''''''''''''
তুমি একবার বললেই তারা খসাতাম
তোমার জানলার ধারে,
তুমি একবার বললেই বৃষ্টি নামাতাম
ওই পুকুর পাড়ে।
তুমি একবার বললেই আঁধার সরিয়ে
করতাম আমি ভোর,
তুমি একবার বললেই ভালোবাসা আমার
হত আজ অমর।
তুমি একবার বললেই সরিয়ে দিতাম
আকাশের যত মেঘ,
তুমি একবার বললেই ভুলতাম আমি
মিথ্যা সব আবেগ।
তুমি একবার বললেই গাছ হতাম আমি
দিতাম তোমায় ছায়া,
তুমি একবার বললেই ভুলে যেতাম
সোহাগের সব মায়া।
তুমি একবার বললেই লড়তাম আমি
দেখতাম না আর পিছে,
তুমি একবার বললেই ছুটে যেতাম
তোমার অনেক কাছে।
তুমি একবার বললেই জাপটে ধরতাম
ছাড়তাম না কখনো আর,
তুমি একবার বললেই দিতাম আমি
ভালোবাসার উপহার।
লেখক-পাগল ছেলে(অমীয়)
Comments
Post a Comment