Posts

Showing posts from 2018

"তুমি একবার বললে"

Image
"তুমি একবার বললে" """"""""""""""""""""""''''''''''''''''''''' তুমি একবার বললেই তারা খসাতাম তোমার জানলার ধারে, তুমি একবার বললেই বৃষ্টি নামাতাম ওই পুকুর পাড়ে। তুমি একবার বললেই আঁধার সরিয়ে করতাম আমি ভোর, তুমি একবার বললেই ভালোবাসা আমার হত আজ অমর। তুমি একবার বললেই সরিয়ে দিতাম আকাশের যত মেঘ, তুমি একবার বললেই ভুলতাম আমি মিথ্যা সব আবেগ। তুমি একবার বললেই গাছ হতাম আমি দিতাম তোমায় ছায়া, তুমি একবার বললেই ভুলে যেতাম সোহাগের সব মায়া। তুমি একবার বললেই লড়তাম আমি দেখতাম না আর পিছে, তুমি একবার বললেই ছুটে যেতাম তোমার অনেক কাছে। তুমি একবার বললেই জাপটে ধরতাম ছাড়তাম না কখনো আর, তুমি একবার বললেই দিতাম আমি ভালোবাসার উপহার।                     লেখক-পাগল ছেলে(অমীয়)

"প্রপোজাল"

Image
"প্রপোজাল" """""""""""""""""""""""""" তোমার চোখের পাতায় দেখি কতসব স্বপ্ন, তোমার মুখের ওই কিরণ রাখবো করে যত্ন। তোমার হাসিতে লেগে থাকা আনন্দটি আমি হতে চাই, তোমার কল্পনায় মত্ত হয়ে নিজেকেই যেন খুঁজে পাই। তোমার হাত দুটি ধরে হাঁটতে চাই আমি অনেকটা পথ, তোমার দেওয়া কথাগুলির কখনই করবো না দ্বিমত। দূর থেকেও ভালোবাসা যায় যদি তুমি বাসতে জানো, হাজার ভিড়েও তোমায় আমি ছেড়ে যাবো না কখনো। তোমার গান শুনেই আসুক ঘুম আমার এই চোখে, আজ সাহস করেই বলতে চাই ভালোবাসি তোমাকে। ভালোবাসি ভালোবাসি বলছি আজ সবার মাঝে, তোমায় নিয়ে থাকবো আমি সকাল থেকে সন্ধ্যেসাঁঝে। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম আমি বসে, আমি কোনো ভুল করিনি তোমায় ভালবেসে....                       লেখক-পাগল ছেলে(অমীয়)

"তোর আমি"

Image
তোর আমি '''''''''''''''''''' স্বপ্ন হয়ে আসবো আমি তোর ওই চোখে, ভালোবাসায় ভরিয়ে দেবো তোর জীবনটাকে। তোর সব ঘুম কেড়ে নেবো যখনি, রাত জাগা পাখি হয়ে ডেকে যাবো আমি। না ভুল বললাম ঘুমাতে দিতে হবে তোকে, সারারাত জেগে শরীর খারাপ করলে সেই দেখতে হবে আমাকে। সকালে আমি হবো তোর ঘুম ভাঙানোর অ্যালার্ম ব্রেকফাস্ট করার দায়িত্বটাও আমিই নয় নিলাম। মেনুতে থাকবে ব্রেড,জেলি,কফি আর জুস, তুই কি হবি আমার ফুসফুস?                        লেখক-পাগল ছেলে(অমীয়)

"ভাঙা হৃদয়"

Image
"ভাঙা হৃদয়" """""""""""" আজ কোনো নালিশ নেই নেই আর কোনো অভিযোগ, ভালোবাসা মানেই হলো এক বিরাট বড়ো দুর্যোগ। কিসের এত ঔদ্ধত্য তোমার, কিসের এত দর্প,, বুঝলে না গো বুঝলে না ভালোবাসার মর্ম!! দৌরাত্যের এই দুনিয়ায় সত্য প্রেম আজ বড়ই ফিকে, ঔচিত্যের এই লড়াইয়ে আমি থাকলাম না আর টিকে... সোহাগের মায়া এখনই দেবো বিসর্জন ভাঙা হৃদয়ও আজ থেকে হবে মনোরম।।                 লেখক-পাগল ছেলে(অমীয়)