"তোর আমি"
তোর আমি
''''''''''''''''''''
স্বপ্ন হয়ে আসবো আমি তোর ওই চোখে,
ভালোবাসায় ভরিয়ে দেবো তোর জীবনটাকে।
তোর সব ঘুম কেড়ে নেবো যখনি,
রাত জাগা পাখি হয়ে ডেকে যাবো আমি।
না ভুল বললাম
ঘুমাতে দিতে হবে তোকে,
সারারাত জেগে শরীর খারাপ করলে
সেই দেখতে হবে আমাকে।
সকালে আমি হবো তোর ঘুম ভাঙানোর অ্যালার্ম
ব্রেকফাস্ট করার দায়িত্বটাও আমিই নয় নিলাম।
মেনুতে থাকবে ব্রেড,জেলি,কফি আর জুস,
তুই কি হবি আমার ফুসফুস?
লেখক-পাগল ছেলে(অমীয়)
Comments
Post a Comment